ন্যাভিগেশন মেনু

যেখানে ক্রীড়াচর্চা ও সংস্কৃতিচর্চা হয়, সেখানে মাদকের ছোবল থাকে না: এ টি এম পেয়ারুল ইসলাম


বাড়ীঘোনা প্রিমিয়ার লীগ (বিপিএল-২০২৪) দশম আসরের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়াররম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী । 

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, যেখানে ক্রীড়াচর্চা ও সংস্কৃতিচর্চা হয়, সেখানে মাদকের ছোবল থাকে না। তারা অনৈতিক কাজে ধাবিত হয় না। যে সুন্দর করে গান গাইতে পারে, সে মানুষ খুন করতে পারে না। আর সংস্কৃতির সঙ্গে যারা সম্পৃক্ত, তারা আদব-কায়দা, শিষ্টাচার, ভদ্রতা। এসব বিষয়ে অভ্যস্ত হয়। এ কারণেই ক্রীড়াচর্চার প্রয়োজন। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিয়েই আদর্শ মানুষে পরিণত করা যায় না। ক্রীড়া, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যসহ আমাদের সব বর্ণাঢ্য অধ্যায়কে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। সার্টিফিকেট অর্জন করে কেউই পরিপূর্ণ মানুষ হয় না। বর্তমানে সংস্কৃতিচর্চা খুব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সুযোগ্য জাতি হিসেবে গড়ে তুলতে ক্রীড়ার বিকল্প নেই। 

সমাজসেবক আনোয়ার পাশার সভাপতিত্বে বাড়ীঘোনা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এরশাদের পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, আলহাজ্ব নজরুল ইসলাম, অসিম কুমার বড়ুয়া অপু, এস এম ওসমান হারুন, খোরশেদ আলম, হাজী সরোয়ার আলম,ইয়াসিন কানন, আসাদুজ্জামান প্রমুখ।