ন্যাভিগেশন মেনু

রমজান উপলক্ষে চট্টগ্রামে জেলা পুলিশ সুপার সাথে পরিবহন নেতাদের মতবিনিময়

সড়কে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা: পুলিশ সুপার শফিউল্লাহ


পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সড়কে চাদাঁবাজি বন্ধকরণ ও যানজট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে গণপরিবহন ও পণ্যপরিবহনের নেতৃবৃন্দরা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ ব সাথে বৃহস্পতিবার নগরীর ষোলশহরস্থ জেলা পুলিশের কার্যালয়ে মতবিনিময় করেছেন। 

সভায় শুরুতে পিপিএম পদক প্রাপ্তিতে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব হাজী মুহাম্মদ ইউনুস কোম্পানী, চট্টগ্রাম জেলা পণ্য পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ দিদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইলিয়াস, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিএনজি-অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সিটি বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ জাফর, চট্টগ্রাম জেলা পণ্য পরিবহন মালিক গ্রæপের অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন প্রমূখ। 

মতবিনিময়কালে জেলা পুলিশ সুপার শফিউল্লাহ বলেন, সড়কে চলাচলকারী গ্রাম সিএনজি অটোরিক্সা, গণপরিবহণ, ট্রাক, পণ্য পরিবহণ থামিয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, প্রতিনিধি বা কোন সংগঠনের নামে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবেনা। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সড়কে যানজট নিরসনেও পুলিশ ব্যবস্থা নেবে। 

মতবিনিময়কালে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পণ্য পরিবহণে চাঁদাবাজি ও আসন্ন ঈদে ফায়দা লুটতে গণপরিবহণে বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে কেন্দ্রীয় মালিক সমিতির পক্ষ সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।