ন্যাভিগেশন মেনু

রাউজানের কদলপুর স্কুল এন্ড কলেজে সনাতনী শিক্ষার্থীদের “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” দান


রাউজানের ঐতিহ্যবাহী কদলপুর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম ‘বাঁশখালী শ্রীগদাধর পন্ডিত ধামের’ সার্বিক ব্যবস্থাপনায় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব ওমর ফারুক মহোদয়ের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক প্রকাশ দেব এর সঞ্চালনায় ৬ষ্ঠ হতে ১২শ শ্রেণি পর্যন্ত সনাতনী শিক্ষার্থীদের “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” দান করা হয়। 

বক্তারা বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের প্রিয়। তবে ভগবান বলছেন , “যারা আমাকে সর্বদায় স্মরণ রাখে, তারা আমার অত্যন্ত প্রিয়।” মানব জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য ভগবদগীতার শিক্ষা অপরিসীম। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান আলোচক ইসকন নন্দনকাননের যুগ্ম সম্পাদক  শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী ,সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়া , প্রভাষক মিহির বিশ্বাস, সিনিয়ার শিক্ষিকা সোমা ধর, ইসকন যুবগোষ্টির পরিচালক শ্রীমান রণবীর মাধব দাস ব্রহ্মচারী , যুব প্রচারক শ্রীমান রুপেশ্বর নিতাই দাস ব্রহ্মচারী , শ্রীমান অচিন্ত্য শ্যাম দাস ব্রহ্মচারী,ভক্ত রাহুল দাসসহ প্রমুখ।

ইসকন প্রতিষ্ঠতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক  ১৩০টির ও বেশী ভাষায় সংকলিত “শ্রীমদ্ভগবতগীতা যথাযথ” গুরুত্ব এবং গীতা অধ্যায়নের গুরুত্ব সম্পর্কে উপস্থিত বক্তারা আলোচনা করেন । মানব সমাজে ভগবদগীতার অনুশাসন পালন করে সারা বিশ্বের ন্যায় আমরা সুখী হতে পারি। তাতে  শিক্ষার্থীরা তাদের গীতাময় জীবন গঠনে সংকল্প গ্রহন করে।

উল্লেখ্য যে ইসকন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মান উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং তাদের মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছে। যারা উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।