ন্যাভিগেশন মেনু

রাজনীতি করবেন না রজনীকান্ত


রাজনীতিতে জড়াবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

সোমবার (১২ জুলাই) এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন ৭০ বছরের দক্ষিণী সুপারস্টার। খবর আনন্দবাজার পত্রিকার।

রজনীকান্ত বলেন, ‘ভবিষ্যতেও আমার রাজনীতিতে আসার পরিকল্পনা নেই।’

গত বছরের শেষের দিকে জানা গিয়েছিল, থালাইভা রাজনীতিতে পা রাখছেন। প্রায় সব আয়োজন হয়ে গিয়েছিল। নতুন দল গঠন করেন। নাম দেন ‘রজনী মক্কল মন্ড্রম।’ সেই পার্টিই উঠিয়ে দিলেন সোমবার।

রজনীকান্ত জানান, সংগঠনের নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘রজনীকান্ত রসিগর নরপাণী মন্ড্রম’ অথবা ‘রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরাম’। তবে এই সংগঠনের সঙ্গে রাজনীতির যোগসূত্র থাকবে কি না, তা খোলসা করেননি।

এর আগে ভোটে লড়বেন বলে এক পা এগিয়েও দু’পা পিছিয়ে আসেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে সিদ্ধান্ত নেন ভোটে লড়বেন না। কারণ হিসেবে শারীরিক অবস্থাকেই তুলে ধরেন তিনি। পরে রজনীকান্ত বলেছিলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি রাজনীতিতে অংশ নিচ্ছি না।”

গত ফেব্রুয়ারি মাসে কমল হাসনের সঙ্গে সাক্ষাতের পর রজনীকান্তকে নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তাঁদের মধ্যে রাজনীতি সংক্রান্ত কোনও আলোচনা হয়নি বলেই তখন জানান রজনী।

সোমবারও রজনী জানালেন, রাজনীতিতে যোগ দান না করার সিদ্ধান্তই বহাল থাকছে।

ওআ/