ন্যাভিগেশন মেনু

রাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ


পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় রাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তবে দিনের বেলায় চলাচল করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি।

মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র সহ-মহাব্যবস্থাপক আহাম্মদ আলী।

তিনি জানান, পদ্মায় স্রোতের তীব্রতা বেড়েছে তাই রাতে আপাতত ফেরি চলাচল বন্ধ থাকবে। আর দিনের বেলায় পদ্মাসেতুর ১২ নম্বর থেকে ১৩ নম্বর খুঁটির মাঝ দিয়ে শিমুলিয়াগামী ফেরি চলবে। আর বাংলাবাজারগামী ফেরি চলাচল করবে ৬ ও ৭ নম্বর খুঁটির মাঝখান দিয়ে।

দিনের বেলায় পাঁচটি ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পরাপার চলছে। তাই আপদকালীন যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে রাতে লঞ্চ চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ৮৬টি লঞ্চ রাত ৮টা পর্যন্ত চলাচল করে। কিন্তু পদ্মায় স্রোতে ও পানি বৃদ্ধির কারণে সন্ধ্যা সাড়ে ৬টার পরে লঞ্চ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নদীতে তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা সাড়ে ৬টার পর লঞ্চ চলাচল বন্ধ থাকবে। যাত্রী, লঞ্চ ও স্টাফদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।

তিনি জানান, লঞ্চগুলো শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যাওয়ার সময় পদ্মাসেতুর ৪ ও ৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে ও বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৩ ও ১৪ নম্বর খুঁটির মাঝখান দিয়ে লঞ্চ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনইউ/এসএ/এডিবি/