ন্যাভিগেশন মেনু

রামেকে করোনা উপসর্গে এক কৃষকের মৃত্যু


জ্বর-সর্দি কাশিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নওগাঁর মান্দা উপজেলার এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃত ব্যক্তির নাম সোলাইমান কাজী (৫৮)। তিনি মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জবুলাল কাজীর পুত্র।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সোলাইমান কাজী জ্বর-সর্দি কাশি ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, মৃত সোলাইমান কাজীর শরীরে করোনার  উপস্থিতি ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, যেহেতু সোলাইমানের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তাই তার মরদেহ করোনা রোগীর লাশের মতই সাবধানতা অবলম্বন করে দাফনের জন্য নওগাঁর জেলা সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ওয়াই এ/এডিবি