ন্যাভিগেশন মেনু

রুমার মৃত্যু 'অতিরিক্ত মদ্যপানে', ধারণা পুলিশের


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সেই গার্মেন্সকর্মী রুমার (১৭) মৃত্যু অতিরিক্ত মদ্যপানের কারনে হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তার বান্ধবী টুম্পাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার (১৫ মে) এ বিষয়ে রুমার বান্ধবী টুম্পার বরাত দিয়ে  সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত)  সাইফুল ইসলাম জানান, ' ঈদের দিন রাতে আইলপাড়া এলাকায় জিতুর ড্যান্স অ্যাকাডেমিতে তারা মদ্যপান করে। পরে সেখান থেকে রুমাকে পাঠানটুলি এলাকায় টুম্পার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে রুমা অসুস্থ হয়ে পড়ে। ভোর ৪টার দিকে রুমার মায়ের ফোনে টুম্পা ফোন দিয়ে জানায় সে অসুস্থ। তার অবস্থা খারাপ। পরে সকালে তাকে সিএনজি ভাড়া করে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হতে পারে।'

ড্যান্স ক্লাবের বিষয়ে তিনি বলেন, ওই ড্যান্স ক্লাবে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ড্যান্স ক্লাবের মালিককে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার (১৫ মে) ভোর ৪টায়  চিকিৎসক রুমাকে  মৃত ঘোষণা করলে ওই বান্ধবী রুমার পরিবারকে খবর দেয়। পরে  লাশ নিয়ে থানায় হাজির হন তার মা রহিমা।

রুমার মা রহিমার দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান।

রুমা আক্তারের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। সিদ্ধিরগঞ্জের একটি পোশাক কারখানায় তিনি কাজ করতেন। মাকে নিয়ে থাকতেন সিদ্ধিরগঞ্জের নয়া আটি মুক্তিনগরে একটি ভাড়া বাসায়।

এমএইচএস/এডিবি/