ন্যাভিগেশন মেনু

লক্ষীপুরে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা


লক্ষীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা (৩৮)  নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ আগস্ট) নিহতের স্ত্রী আসমা বেগম নিজে বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে লক্ষীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সদর মডেল থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় চর রমনীমোহন গ্রামের আসমত আলী সড়ক চলমান বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠলে তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করে। এরপর ওই সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকে তারা।

শুক্রবার বিকেলে অটোরিকশা চালক সফিক ও মিন্টু নামের এক মোটরসাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যায়। এ সময় দু’জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় সেই অটোরিকশাচালক ফেরার পথে তারা আবারও তাকে আটকে ৫০০ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তৌহিদ ও মমিনসহ ৭ থেকে ৮ জন যুবক তাকে বেদড়ক মারধর করে। এরপর সফিক বাড়ি যাওয়ার পর কয়েকবার বমি করেই মারা যান।

এ ঘটনার খবর পেয়ে লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সড়ক সংস্কারের টাকা তুলতে গিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অটোরিকশাচালক সফিক মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএম/এমআইআর/এডিবি/