ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে একদিনে ৭২ জনের করোনা শনাক্ত


লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিন নমুনা সংগ্রহ হয়েছে ১৩২টি এবং নমুনা পরীক্ষা হয়েছে ২৫১টি। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৮২ জন।

মঙ্গলবার (১৩ জুন) সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এ তথ্য নিশ্চিত করেন।

তথ্যে জানা যায়, আক্রান্তদের মধ্যে সদর ২ হাজার ৪১৪ জন, রায়পুরে ৩৫২ জন, রামগঞ্জে ৪৯০ জন, কমলনগরে ২৮৭ জন এবং ২৩৯ জন। করোনা উপসর্গসহ মোট মারা গেছে ৭৮ জন। আইসোলেশনে বর্তমানে ভর্তি আছে ৪ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা সর্বোচ্চ।

দুইদিন আগে জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীন আ. লীগ নেতা মো.শাহজাহান করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ জেলাবাসীকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পরামর্শ দিয়েছেন। অযথা কোথাও ঘুরাঘুরি না করার পরামর্শ তার।

স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান জেলা ম্যাজিস্ট্রেট।

এমএম/সিবি/এডিবি/