ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে করোনায় ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


লক্ষ্মীপুরে করোনা ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) জেলা সদরের উত্তম হামছাদি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ সব উপহার বিতরন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট রহমত উল্যা বিপ্লব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকবুল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, মীর শাহ আলম, কবির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

পর্যায়ক্রমে একই সংসদীয় আসনের দক্ষিণ হামছাদি, চররুহিতা, ভবানীগঞ্জ ও টুমচরসহ ৫টি ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে ৫০০ করে দুই হাজার ৫০০ পরিবারকে করোনার বিধিনিষেধ চলাকালে ক্ষতিগ্রস্থ নারী-পুরুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সব খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

উপহার হিসেবে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবন এবং এক লিটার সয়াবিন তেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, 'প্রধানমন্ত্রী সারাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বিনামূল্যে আশ্রয়ণ প্রকল্প চালু করেছেন। সেখানে প্রতিটি পরিবারের জন্য একটি করে ঘর নির্মাণ করে দিয়েছেন। যা অতীতে কোন সরকার করতে পারেনি।'

এ জেলায় এ পর্যন্ত ১ হাজার ৭০০টি ঘর বরাদ্দ হয়েছে। এরমধ্যে প্রায় ১ হাজার ৪০০টি ঘর নির্মাণ করা হয়েছে। আরও নতুন ঘর বরাদ্ধ করা হবে। এরমাঝে তিনি লক্ষ্মীপুর মানুষের কথা ভেবে উপহারসামগ্রী পাঠিয়েছেন এবং আরও ঈদসামগ্রী পাঠাবেন।

এমএম/সিবি/এডিবি/