ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু


লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে বহুল কাঙ্খিত কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন ও জেলা সদর হাসপাতলের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফার কোভিড-১৯ এর প্রথম টিকা নেন।

পরে পর্যায়ক্রমে কোভিড ভ্যাকসিন নেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক শাহীদুল ইসলাম (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান।

 প্রথম পর্যায়ে জেলায় আট হাজার লোক কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কারও শরীরে কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সবাই সুস্থ্য আছেন বলে জানা গেছে।

এম এম/ এস এ /এডিবি