ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


লক্ষ্মীপুর জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ।

রবিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার দালালবাজার জেলার বৃহৎ খোয়া সাগর দিঘীতে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার, ডা.আয়ুব মিঞা রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জাহান, নারী সংগঠক মোর্শেদা বেগম, জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মুজিবুল হক প্রমুখ।

সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে মৎস্যচাষী ও এনজিওদের নিয়ে আলোচনাসভা, প্রশিক্ষণ, মাইকিং, ফেস্টুন ও ব্যানার টাঙ্গিয়ে ব্যাপক প্রচারণা, মৎস্যজীবী, মাছচাষীদের নিবিড় পরামর্শ প্রদান, প্রান্তিক চাষীদের স্বাস্থ্যবিধি অনুসরণ, পুকুরের পানি ও মাটি পরীক্ষা করা এবং পুরস্কার বিতরণ ইত্যাদি।

এমএম/সিবি/এডিবি/