ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে দু’ গ্রুপের সংঘর্ষে এক জেলে নিহত


লক্ষ্মীপুরে মেঘনায় জাল ফেলাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে রাকিব হোসেন (২০) নামে এক জেলে নিহত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যায়।

নিহত রাকিব হোসেনসদর উপজেলার চররমনীমোহনের বালুচর গ্রামে ১নং ওয়ার্ডের কাদের উকিলের ছেলে।

নিহতের চাচা ইউছুফ গোলদার জানান, শনিবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে  প্রতিপক্ষ ফয়েজ মাঝি, মাইনউদ্দিন মাঝি ও মাসুদ মাঝির নেতৃত্বে তাদের সঙ্গীরা অর্তকিত রাকিবের ওপর হামলা চালালে গুরুতর আহত হয় রাকিব।

এর আগে মেঘনা নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর ১০০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে রাকিব মারা যায়।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ কয়েকজনকে অভিযুক্ত করে জেলার কমলনগর থানায় মামলা রুজু হয়েছে। মামলার বাদী নৌকার মাঝি ইউছুফ হাওলাদার।

স্থানীয় উত্তর রমনী মোহনের ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ মো. ছৈয়াল আজকের বাংলাদেশ পোস্টকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে এদিন রাতে নিহতের মরদেহ লক্ষ্মীপুর নিয়ে আসা হবে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার  আজকের বাংলাদেশ পোস্টকে নিহতের খবরটি নিশ্চিত করেছেন।

এম এম/এস এ/এডিবি