ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুরে 'ভুল চিকিৎসায়' ২৫০০ মুর‌গির মৃত্যু


লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় মিতালী বাজারে 'ভুল চিকিৎসায়' পোলট্রি ব্যবসায়ী মাসুম হোসেনের আড়াই হাজার মুরগির মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ জুলাই) উপজেলার মিতালী বাজারে এই ঘটনা ঘটে।

খামারি মাসুম হোসেন জানান, গত এক সপ্তাহ আগে তার খামারের মুরগিকে ওষুধ প্রয়োগ করেন মিতালী বাজারের পোলট্রি ব্যবসায়ী ডিলার নাসির পাটোয়ারী। ওষুধ প্রয়োগের দুইদিন না যেতেই মাসুমের খামারের মুরগি মরতে শুরু করে। এ পর্যন্ত প্রায় দুই হাজার ৫০০ মুরগি মারা গেছে।

তিনি জানান, 'ওষুধ প্রয়োগে কোনো  ক্ষতি হবে কি না, এর জবাবে মিতালী বাজারের ডিলার নাসির বলেন,  আমি ডাক্তারের চেয়ে কম বুঝি নাকি? '

খামারি মাসুম জানান, তার খামারে তিন হাজার ৭০০ মুরগি ছিল। এখন ছয়-সাতশ' মুরাগি আছে। মুরগি মারা যাওয়ায় তার আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।  খামারের এ বিশাল ক্ষতিতে দিশেহারা হয়ে পড়ছেন খামারি মাসুম। তিনি সঠিক বিচারের মাধ্যমে ওই ডিলারের কাছে ক্ষতি পূরণের দাবি করেন।

ডিলার নাসিরের মুঠো ফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে  রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ভুল চিকিৎসার কারণে খামারের মুরগীর মৃত্যু হয়েছে।'

তিনি বলেন, 'রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারে না। তিনি এগুলোর পোস্টমর্টেম করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।'

এমএম/এসএ/এডিবি/