ন্যাভিগেশন মেনু

লক্ষ্মীপুর রায়পুরে ১৩৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার


লক্ষ্মীপুরের রায়পুরে তিনটি আশ্রয়ণ প্রকল্পের ১৩৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়নের এসব আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে ঈদবস্ত্র তুলে দেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের জন্য জামা-প্যান্ট। পরে তিনি একই ইউনিয়নের রাহুল মাছঘাট এলাকা পরিদর্শন করে মাছঘাট সড়কটি সংস্কারের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মাস্টার, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব ইমতিয়াজ, স্থানীয় চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজী, উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশীদ মোল্লা, সাধারণ সম্পাদক তাজল ইসলামসহ আরও অনেকে।

সংসদ সদস্য নয়ন জনগনের সেবক হয়ে কাজ করতে চান উল্লেখ করে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের বিনামূল্যে জমি ও ঘর দিয়েছেন, বিদ্যুৎ সংযোগ ও রাস্তা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।'

আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, কোন ধরনের অন্যায়ের সাথে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের নেতাকর্মী জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এমএম/সিবি/এডিবি/