ন্যাভিগেশন মেনু

লা লিগায় খেলবেন বাংলাদেশি বংশোদ্ভুত জিদান মিয়া


ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান স্প্যানিশ ফুটবল ক্লাব লা লিগায় নাম লিখিয়েছেন। লা লিগার দল রায়ো ভায়োকানোতে যোগ দিয়েছেন তিনি। ইংল্যান্ডে জন্ম নেওয়া ২০ বছর বয়সি জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি।

মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট অ্যাজেন্সি অ্যান্থেম স্পোর্টস তার চুক্তির বিষয়টি নিশ্চিত করে ট্যুইট করে।

ট্যুইটে অ্যান্থেম স্পোর্টস লিখেছে, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়োকানোর অ্যাকাডেমিতে ২ মাস ছিলেন জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে। রায়ো ভায়োকানোর পরিচালককে ধন্যবাদ।‘

মরিস পানেইলো নামের এক ফুটবল অ্যাজেন্ট জিদানের চুক্তির বিষয়ে কাজ করেছেন। তবে জিদান মিয়া প্রথম মৌসুমে ভায়োকানোর মূল দলে খেলবেন নাকি ‘বি’ দলে থাকবেন - তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

জিদান ২০০১ সালের ৭ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন। তার ফুটবলের হাতেখড়ি ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের অ্যাকাডেমিতে। সেখানে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর জিদান খেলেছেন বেশ কয়েকটি যুব দলে। ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডে।

পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে ২০১২ সালের ডিসেম্বরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। খেলেছেন ইংলিশ ক্লাব ব্রমলি এফসি ও এফসি ডালাসে।

এমআইআর/এডিবি/