ন্যাভিগেশন মেনু

লোহাগড়ায় অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল-সমাবেশ


নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী এলাকায় দুই নারীর অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে গ্রামবাসী।

শুক্রবার (২০ আগস্ট) বিকেল ৫টায় দরি মিঠাপুর গ্রামের মুসল্লিরা এ মিছিল-সমাবেশ করেন।

অভিযোগে জানা গেছে, দরি মিঠাপুর জামে মসজিদের নিকটবর্তী হাসিনা বেগম কালোনের বাড়িতে প্রায় ১২ বছর যাবত ওই এলাকার হাসিনা বেগম কালোন ও রেখা বেগম অসামাজিক কার্যকলাপ (দেহ ব্যবসা) চালাচ্ছেন। গ্রামবাসী ও মুসল্লিরা গ্রামের পরিবেশ ও মসজিদের সম্মান রক্ষায় বিষয়টি প্রশাসনকে জানালেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

তাই শুক্রবার গ্রামবাসী ও মুসল্লিরা দরি মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম ও খতিব মোঃ হাসর মিজান, সমাজসেবক মোঃ ওহিদ খান, মোঃ আতর শেখ, রেজাউল করিম বদর, মোঃ জামাল খান, আঃ শুকুর বিশ্বাস, মোঃ জাফর সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, হাসিনা বেগম কালোন দীর্ঘদিন যাবত মসজিদের পাশে নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ করে আসছেন। কালোনের সহযোগী হলেন রেখা বেগম। গ্রামের উঠতি বয়সি যুবকরা বিপদগামী হচ্ছে। প্রশাসনের কাছে দুই নারীর অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানাচ্ছি।

অভিযুক্ত হাসিনা বেগম কালোনের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে কালোনের ভাই হাফিজুর রহমান বলেন, 'গ্রামবাসীসহ মুসল্লিরা কালোন ও রেখার বিরুদ্ধে মিছিল-সমাবেশ করেছে।'

কালোনের চাচাতো ভাই মোঃ আতর শেখ বলেন, 'যে কোন মূল্যে ওই দুই নারীর অপকর্ম বন্ধ করতে হবে। ওই দুই নারী আরও কজন নারীকে তার বাড়িতে এনে দেহ ব্যবসায় সম্পৃক্ত করেছে।'

অভিযুক্ত রেখা বেগম ফোনে নিজের অভিযোগ অস্বীকার করে বলেন, 'কালোনের বাড়িতে পুরুষরা যায়। সেদিন ধরা পড়েছে। গ্রামবাসী ও মুসল্লিরা প্রতিবাদ মিছিল করেছে।'

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, 'শুনেছি দুজন নারীর অবৈধ ব্যবসা করবার বিষয়ে গ্রামবাসী মিছিল সমাবেশ করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সিবি/এডিবি/