ন্যাভিগেশন মেনু

লোহাগড়ায় মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ‘আলোর সহযাত্রী’


নড়াইলের লোহাগড়ায় করোনাকালে হতাশাগ্রস্ত যুবকদের বাড়িতে বসে সময় কাটানোর জন্য জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ‘আলোর সহযাত্রী’ কর্মসূচি হাতে নিয়েছেন।

এ কর্মসূচির মাধ্যমে তিনি হতাশা কাটিয়ে মাদক বা গেমস ছেড়ে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে সমাজের উন্নয়ন করতে যুবকদের উদ্বুদ্ধ  করছেন।

জানা যায়, মাদক যেমন যুবকদের মৃত্যুর দিকে ঠেলে দেয়, ঠিক তেমনি মোবাইল গেমসের আসক্তি যুবকদের চেতনাশক্তিকে পঙ্গু করে দেয়। তাই করোনাকালে যুবকদের নিয়ে ভেবেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান।

তরুণদের মাদক ও মোবাইল গেমস থেকে সরিয়ে আনতে বই পড়ার মাধ্যমে আত্মশক্তির বিকাশ ঘটাতে সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের কাছে একটি ব্যাতিক্রম ও প্রশংসনীয় মহৎ উদ্যোগ উপস্থাপন করেছেন তিনি।

নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান 'আলোর সহযাত্রী' নামে বই নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় বিতরণের মাধ্যমে করোনাকালে যুবকদের জাগ্রত করতে চেয়েছেন।

সূত্র জানায়, গত বুধবার বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের সুলতান মঞ্চ থেকেই আলোর সহযাত্রী'র শুভযাত্রা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান যুবকদের মাঝে আলোর সহযাত্রী নামে বই বিতরণের মাধ্যমে এ শুভ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই দুর্বার গতিতে চলছে আলোর সহযাত্রী।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন নিজেই মঙ্গলবারসহ গত ৩-৪ দিন যাবৎ আলোর সহযাত্রী বইটি বিতরণ করছেন শিক্ষার্থী ও তরুণদের মাঝে।

লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাহাত  জানায়, 'ডিসি স্যারের মহৎ এ উদ্যোগ শির্ক্ষাথীদের জন্য আশির্বাদ।' লোহাগড়া পৌর প্রেস ক্লাবের উপদেষ্টা সভাপতি সরদার  রইচ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান বলেন, 'জেলা প্রশাসক আমাদের সমাজকে জাগ্রত করতেই আলোর সহযাত্রী বই বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। করোনাকালে বেকার বসে থাকা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে।'

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন এ বিষয়ে বলেন, 'করোনা মহামারি বদলে দিয়েছে আমাদের চেনা জগৎ। এই সময়ে শিক্ষার্থী ও যুবকদের আঁকড়ে ধরেছে মাদক ও মোবাইল গেইমস। শিক্ষার্থী ও যুবকদের হতাশামুক্ত রাখতে ও প্রাণোচ্ছ্বল রাখতে এবং  আত্মশক্তির বিকাশ ঘটাতে নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক স্যার আলোর সহযাত্রী বই বিতরণ কর্মসূচি হাতে নেওয়ায় সর্বমহলে প্রশংসা পাচ্ছেন। লোহাগড়া উপজেলা প্রশাসন  নিয়মিত বই বিতরণ করছে।'

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, 'প্রথম পর্যায়ে আলোর সহযাত্রী কর্মসূচিতে বঙ্গবন্ধু-বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইসহ বিভিন্ন বিষয়ে পাঁচশ' বই বিতরণ করা হচ্ছে।

এডিবি/