ন্যাভিগেশন মেনু

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ২ জনের মৃত্যু


নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৬ জুলাই) সকালে তাদের মৃত্যু হয়। 

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।  

মৃত দুইজন হলেন, লোহাগড়া পৌরসভার মোচড়া গ্রামের আদিত্য সরকার (৭০) এবং দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের আহাদুজ্জামানের স্ত্রী জহুরণ নেছা (৪৭)।

ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, 'করোনা আক্রান্ত হয়ে শেষ পর্যায়ে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তারা। কিন্তু তাদের অবস্থা খারাপ পর্যায় চলে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখনো ৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন।'

এদিকে, করোনা সংক্রমণ রোধে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় লোহাগড়ার বিভিন্ন বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লকডাউন নিশ্চিতের জন্যে অভিযান পরিচালনা করেন। তাছাড়া সেনাবাহিনীর সদস্যরাও জোরদার টহল ও প্রচারণা চালিয়েছেন।

এ সময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান, উপদেষ্টা সভাপতি সরদার রইচ উদ্দিন টিপু উপস্থিত ছিলেন।

আইএইচ/সিবি/এডিবি/