ন্যাভিগেশন মেনু

লৌহজংয়ে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ৩ শিশুকে ধর্ষণ!


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তিন শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৫ জুন) উপজেলার পদ্মাসেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ধর্ষক নয়ন (৪০) নামে মাওয়া বাজারে গরু-খাসির মাংস বিক্রেতা। তার বাড়ি ফরিদপুরে। নয়নের স্ত্রী, দুই ছেলে-মেয়ে আছে।

জানা যায়, গত শুক্রবার (২৫ জুন) দুপুরে প্রথম শ্রেণি পড়ুয়া ছয় বছর বয়সি এক শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাসায় এসে মাকে ঘটনা বললে শিশুটির মা ধর্ষক নয়নকে জুতাপেটা করে। এ ঘটনা জানাজানি হলে পাশের বাড়ির ৭ বছরের এক শিশু ও সাড়ে ৪ বছরের আরেক শিশুও একই কায়দায় নয়নের লালসার শিকার হয়েছে বলে তারা জানায়।

এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগম, পুনর্বাসন কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আলতাফ শেখ, সাধারণ সম্পাদক দাদন তালুকদারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিমাংসায় বসেন। কিন্তু ধর্ষক নয়ন কসাই পালিয়ে যায়। সালিশে মাতুব্বররা ভুক্তভোগী পরিবারগুলোকে এ ঘটনা ফাঁস না করার জন্য বলে আসেন।

শনিবার (২৬ জুন) ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, তারা থানায় কোনো অভিযোগ কিংবা মামলা করতে চান না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন গৃহবধূ জানান, সালিশদাররা ভুক্তভোগী পরিবারগুলোকে লোভ ও ভয় দেখিয়েছে, যার কারণে তারা কিছু বলতে কিংবা মামলা করতে  চাইছে না। অন্যদিকে, স্থানীয়রা ধর্ষক নয়নের উপযুক্ত বিচার দাবি করেছেন।

পুনর্বাসন কেন্দ্রের সভাপতি আলতাফ শেখ জানান, আমি এ ঘটনা থানা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি।

ইউপি নারী সদস্য রিনা বেগম বলেন, আমরা কোনো বিচার করিনি। আমিও ধর্ষকের উপযুক্ত বিচার চাই।

পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা নাসির খান বলেন, এ পুনর্বাসন কেন্দ্রে সম্প্রতি অপরাধ বেড়ে গেছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে। গত দুই বছরে এ রকম দুটি শিশু খুন ও ৫-৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা দুঃসাহস দেখাচ্ছে।

শিশু ধর্ষণের ঘটনায় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, কিন্তু অভিযুক্ত নয়নকে পাইনি।

ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এন/এসএ/এডিবি/