ন্যাভিগেশন মেনু

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১২০০ পরিবার


শরীয়তপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও এক হাজার ২০০টি ভূমি ও গৃহহীন পরিবার।

শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবেদা আফসারী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, বৈরি আবহাওয়াসহ বিভিন্ন কারণে এক হাজার ২০০টি ঘরের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা, সহকারী কমিশনার (নেজারত ও ট্রেজারি শাখা) মো. পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, জেলার ৬ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে সরকারিভাবে এক হাজার ২০০টি ঘর হস্তান্তর করা হবে। এরমধ্যে শরীয়তপুর সদরে ১০০টি, নড়িয়া ২৮০টি, জাজিরা ৩০০টি, ডামুড্যা ৮০টি, ভেদরগঞ্জ ২৪০টি ও গোসাইরহাট ২০০টি।

আধাপাকা প্রত্যেকটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে এক লাখ ৯১ হাজার টাকা। ঘরে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও একটি বারান্দা থাকবে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে জেলায় ৬৯৯টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

আরএইচআর/সিবি/এডিবি/