ন্যাভিগেশন মেনু

শরীয়তপুরে মৎস্য বিভাগের অবদান বিষয়ক মতবিনিময়সভা


জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মৎস্য বিভাগের অবদান বিষয়ক মতবিনিময়সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সদর উপজেলা সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার জানান, গত দশ বছরে মৎস্য বিভাগে ব্যাপক সফলতা এসেছে। এর মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে চাষ হওয়া ও জলাশয়ে মৎস্য উৎপাদন হয়েছে ২৬ হাজার ৭৬০ মেট্রিকটন। যারমধ্যে ইলিশ ছিল ৫ হাজার ২৬৪ মেট্রিকটন।

সভায় এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার ও বিভিন্ন সংবাদকর্মীরা।

আরএইচআর/এসএ/এডিবি/