ন্যাভিগেশন মেনু

শার্শায় ৫শ‘ ৭৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার


যশোরের শার্শায় এক পিস বড় স্বর্ণেরবারসহ শরিফুল ইসলাম মোল্ল্যা (৫৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৫’শ ৭৫ গ্রাম। গ্রেপ্তারকৃত শরিফুল নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত আজিজুর রহমান মোল্ল্যার ছেলে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, সোমবার সকালে স্থানীয়রা নাভারণ বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বামহাতে জড়ানো অবস্থায় এ্যাংলেটের ভিতর একটি স্বর্ণের বার দেখতে পাই। এসময় আমি ও স্থানীয়রা থানায় সংবাদ দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণের বারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শরিফুল ইসলামকে কেউ চেতনা নাশক কিছু খাইয়েছে।

শার্শা থানা সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার ৫’শ ৭৫ গ্রাম ওজনের একপিস স্বর্ণের বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণের বারটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও  তিনি জানান।

ওয়াই এ / এস এস