রাজধানীর শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নির্বাপনে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেল এর কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহবাগ মোড়ে দুপুর ২টা ৩৪ মিনিটে বঙ্গবন্ধু পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট আগুন নির্বাপনে পাঠানো হয়। বিকেল ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।