ন্যাভিগেশন মেনু

শিশু অপহরণকারী আজিমের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন


বরগুনায় সাংবাদিকতার পেশা ও সাংস্কৃতিক সংগঠনের আড়ালে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড, মেয়েদের যৌন হয়রানি,  ও সাংবাদিকতা পেশাকে কলুষিত করাসহ কুয়াকাটা আবাসিক হোটেল থেকে ৯ম শ্রেনীর এক শিক্ষার্থীসহ পুলিশের হাতে আটক সময় টিভির প্রতিনিধি এমএ আজিমের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত আইনজীবী সমিতি কার্যালয় চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. মোতালেব মৃধার সভাপতিত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ মুক্তিযোদ্ধা ও পূজা উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন শীল, আকড়া কমিটির সভাপতি সন্তোষ কর্মকার, শিল্পকলা একাডেমির সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক শাহ মোঃ অলিউল্লাহ, প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, নারী নেত্রী হোসনেয়ারা হাসি, মহিলা পরিষদের সহ-সভাপতি খাদিজা বেগম, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি ইমন খান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি জাফর হাওলাদার, প্রেসক্লাবের সম্পাদক আবু জাফর সালেহ, খেলাঘর কেন্দ্রীর সহ-সভাপতি চিত্তরঞ্জন শীল, খেলাঘরের সম্পাদক মুশফিক আরিফ, মীম, প্রমূখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৩০ সংগঠনের প্রতিনিধিদের স্বাক্ষ্যরিত স্মারকলিপি পেশ করা হয়।

এছাড়া নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, ধর্ষনের ঘটনার দ্রুত বিচারের দাবীতে সাধারন শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন ও সমাবেশ করে প্রেসক্লাব চত্ত্বরে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্যে রাখেন। বক্তারা ধর্ষনের বিরুদ্ধে দ্রুত বিচার,পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানান।

সিবি/এডিবি