ন্যাভিগেশন মেনু

শ্রীপুরে লোকালয় থেকে হরিণ উদ্ধার


গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়া গ্রাম থেকে একটি হরিণ উদ্ধার করেছে। পরে হরিণটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গ্রামের পাশের জঙ্গলে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা হরিণটিকে ধরেন। পরে স্থানীয় বন বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষকে খবর দেয়।

স্থানীয় একজন জানান, দুপুর ১২টার দিকে তারা চার বন্ধু বাড়ির পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয় ২০-৩০ জন লোক ও কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করলে হরিণটি দৌড়ে কাদায় পড়ে যায়। পরে কাদা থেকে হরিণটি উদ্ধার করে বাড়িতে এনে স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) তবিবুর রহমান জানান, পুরুষ হরিণটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পার্কের হরিণ বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, 'হরিণ উদ্ধারের জায়গাটি পার্ক থেকে ১২-১৫ কিলোমিটার দূরে। পার্ক থেকে হরিণ বের হয়ে গেলেও এতোদূর যাওয়া সম্ভব নয়। তবুও হরিণটি আসলেই সাফারি পার্কের কি-না অথবা কোথা থেকে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।'

সিবি/এডিবি