ন্যাভিগেশন মেনু

শ্রীমঙ্গলে পটকা মাছ খেয়ে পুত্রবধু- শ্বাশুড়ির মৃত্যু


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে মারা গেছেন শ্বাশুড়ি ও পুত্রবধু।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলের বউ নুরুন্নাহার (২৫)।

এ ঘটনায় নিহত নুরুন্নাহারের ছেলে নায়েম (৭) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় ফরিদা বেগমের বাড়িতে  বুধবার দুপুরে এক মাছ বিক্রেতা গেলে তার কাছ থেকে পটকা মাছ ক্রয় করেন। ওই মাছ রান্না করে খাবার খান শ্বাশুড়ি ফরিদা বেগম, পুত্রবধু নুরুন নাহার ও ৭ বছরের শিশু সন্তান নায়েম। মাছ খেয়ে তারা গুরুতর অসুস্থ হলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কার হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

ময়নাতদন্ত শেষে উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এস এইচ/এস এ