ন্যাভিগেশন মেনু

সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের অবৈধ সম্পদ, দুদকের নোটিশ


সংগীত পরিচালক শওকত আলী ইমনের অবৈধ সম্পত্তির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি এই গায়ককে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার (৯ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালক মো. আব্দুল গাফফার স্বাক্ষরিত একটি নোটিশ রাজধানীর ইস্কাটন গার্ডেনে ইমনের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। আগামী ২১ কার্যদিবসের মধ্যে নিজের স্থাবর অস্থাবর সম্পদ, আয়কর রিটার্নপত্রসহ যাবতীয় তথ্য দুদকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশের বিষয়ে জানতে ইমনের ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে।

শওকত আলী ইমন একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, ও সঙ্গীত শিল্পী। দুই দশকে তিনি প্রায় ৪০০ চলচ্চিত্রের গানের সুর দিয়েছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি ২০১৩ সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বলে জানা গেছে।

ওআ/