ন্যাভিগেশন মেনু

সরকারি চাকরির তথ্য গোপন রেখে প্রার্থী হওয়ায় সালাউদ্দিন সাময়িক বরখাস্ত


স্বাস্থ্য বিভাগের অনুমতি না নিয়ে তথ্য গোপন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী হওয়া সত্বেও সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এর বিধি এর উপবিধি(১) উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামের নুর সোলায়মানের ছেলে সালাউদ্দিন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। মনোনয়নপত্রে সরকারি চাকরির তথ্য গোপন রেখেছিলেন নিজেকে পেশা হিসেবে লিখেছিলেন ব্যবসা।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এক আদেশে বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত সালা উদ্দিনকে বরখাস্তের আদেশ দেন।

শুরুতে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় প্রার্থিতা বাতিল হলেও উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়ে রকেট প্রতীকে ভোটের প্রচারে নেমেছিলেন সালা উদ্দিন। কর্মক্ষেত্রে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় নোটিশ দেওয়া হয়েছিল। তিনি এ বিষয়ে জবাব দেননি।

সরকারি কর্মচারী হয়েও সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেয় জেলা সিভিল কার্যালয়।

পরে তার প্রার্থিতা বাতিল করে তাকে এক লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ।  তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় মামলা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
আত্মপক্ষ সমর্থনে ব্যাখ্যা প্রদানের জন্য তাকে নির্দেশ প্রদান করেন। তিনি নোটিশ গ্রহন করেও তিনি কোন ধরনের এসব কারণে জবাব প্রদান করেননি। যার ফলে স্বাস্থ্য সহকারি মোহাম্মদ সালাউদ্দিন সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) 
বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ এর (১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হউ।

আদেশে উল্লেখ করা হয়, মহামান্য সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মামলা নং-১১৮২ এর ২০২৩ এ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আদেশ প্রদান করেন। বর্ণিত অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য সহকারি মোহাম্মদ সালাউদ্দিনকে সরকারি চাকুরি আইন-২০১৮এর ধারা ৩৯(১) অনুসারে তার স্বীর পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।