ন্যাভিগেশন মেনু

সাংবাদিক মুজাক্কির হত্যায় গ্রেপ্তার ১


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুইগ্রুপের সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারকৃতের নাম বেলাল উদ্দিন। তিনি চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা তদন্তের ভার পাওয়ার পর এটাই প্রথম গ্রেপ্তার। গ্রেপ্তার বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র কাদের মির্জার সমর্থকদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে সাংবাদিক মুজাক্কিরের বাবা নোয়াব আলী মাষ্টার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামালা দায়ের করেন।

ওয়াই এ/এডিবি