NAVIGATION MENU

সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন


মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান পাবনায় তাঁর নামে জাদুঘর প্রতিষ্ঠার পর এবার সনেট কবি মধুসূদন দত্তের জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধনে বক্তৃতা করেন মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার হাসনাত মুন, সমাজ উন্নয়ন কর্মী বাবর আলী গোলদার, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহিন, হুমায়ূন কবির প্রমুখ। বক্তারা সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন।

কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও পৌর ভ্যানচালক সমিতির পক্ষ থেকে সংহতি প্রকাশ করে ব্যানারসহ মানববন্ধনে অংশ নেন। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি খসরু পারভেজ জানান, সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বুধবার বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্ত, সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূনদ দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এস এস