ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু


সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৯৬ জনের মৃত্যু হলো। তাছাড়া এই ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিজেদের সচেতনাতা বৃদ্ধিতেই করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধ করা সম্ভব। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

এদিকে, চলমান কঠোর লকডাউনের ৮ম দিনে মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, প্রশাসন কিছুটা নিরব থাকায় লকডাউন উপেক্ষা করে শহরের মানুষের জনসমাগম বেড়েছে। হাট-বাজারগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করছেন। শহরের অধিকাংশ দোকানপাট আংশিক খোলা রেখে বেচাকেনা চলছে। অনেকেরই মুখে নেই কোন মাস্ক। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ছোট ছোট যান চলাচল করতে দেখা গেছে।

এমআরএফ/এডিবি/