ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভসূচনা করে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শিশু সমাবেশে সংগীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমা মশু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জন প্রতিনিধিরা।

এদিকে দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে শিশুদের চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি একে ফজলুল হক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

এম আর এফ/ এস এ /এডিবি