ন্যাভিগেশন মেনু

সাতক্ষীরায় বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ


সাতক্ষীরা সদর উপজেলার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সদর উপজেলার ১৯ জন ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় এবং ১৪০ জনের মাঝে ৩৪ লাখ ৮০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মুনসুর আহমেদ ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমূখ।

এমআরএফ/ ওয়াই এ/এডিবি