ন্যাভিগেশন মেনু

সাধারণের ক্রয় ক্ষমতার নাগালে পেঁয়াজ


পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ইতোমধ্যে চিন, মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে সরকার। তবে সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ আসার সম্ভাবনার ফলে কেজিতে ১০ টাকা দর কমেছে পেঁয়াজের।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩২ টাকা কেজিতে এবং চিন থেকে আমদানি করা পেঁয়াজ ২০-২৪ টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে।

তবে খুচরা বাজারে পাইকারি দরের চেয়ে ১০-২০ টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

গত তিন থেকে চার দিন আগেও প্রায় কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছিল। ভারত থেকে পেঁয়াজ আসার খবরে ক্রমান্বয়ে কমছে পেঁয়াজের দাম। পেঁয়াজ ব্যবসায়ীরা আশা করছে এ সপ্তাহে ভারতের পেঁয়াজ দেশের বাজারে ঢুকবে।

এমআইআর/এস এস