ন্যাভিগেশন মেনু

সিআর সেভেন'ই থাকছেন পর্তুগিজ সুপারস্টার


পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে তার পছন্দের সাত নম্বর জার্সিই পেতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।

ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, 'ইউনাইটেডে প্রথম দফায় ঐতিহাসিক সাত নম্বর জার্সিতেই সুপরিচিত ছিলেন পর্তুগিজ সুপারস্টার। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি যে রোনালদো এবারও একই জার্সি পরে খেলবেন।'

এর আগে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যখন খেলেছেন তখন সাত নম্বর জার্সি পরতেন। এই মৌসুমের শুরুতে সাত নম্বর জার্সিটি ছিল উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির দখলে। কাভানি এখন থেকে ২১ নম্বর জার্সি পরে খেলবেন, আর রোনালদো নেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সি।

এর ফলে রোনালদো ভক্তরা বলতে গেলে দুশ্চিন্তা থেকে মুক্ত হলেন। জার্সির নম্বরের সাথে মিলিয়ে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদোকে যে 'সিআর সেভেন' বলা হতো, পছন্দের সাত নম্বর জার্সি পাওয়ায় তা আর পরিবর্তিত হচ্ছে না।

নিয়ম অনুযায়ী পাঁচ দিনের আইসোলেশনের পর 'রেড ডেভিলদের' সাথে অনুশীলন শুরু করবেন পর্তুগালের অধিনায়ক।

বিবিসি জানায়, পছন্দের জার্সির বিষয়ে রোনালদো বলেন, 'আমি নিশ্চিত ছিলাম না যে সাত নম্বর জার্সিটি আবার আমিই পাবো কি-না। তাই আমি এডিকে (কাভানি) আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই অবিশ্বাস্য সৌজন্যতার জন্য।'

এই মৌসুমের দলবদলের শেষদিন নাটকীয়ভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো।

এডিবি/