ন্যাভিগেশন মেনু

সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটে চালু হচ্ছে ‘ডগ স্কোয়াড’


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটে নেদারল্যাণ্ডস থেকে আনা ৯টি প্রশিক্ষিত কুকুর নিয়ে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ডগ স্কোয়াড’। ডগ স্কোয়াড পরিচালনার প্রশিক্ষিত কুকুর সিএমপিতে আনা হয়েছে। রবিবার এটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে।

সিএমপি জানায়, এটি চালু হলে মাদক পাচার রোধ, বিস্ফোরক ডিটেকশনসহ চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী টানেলসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যাবে। ইতোমধ্যে এই স্কোয়াড পরিচালনার লক্ষ্যে ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের ২৭ জন সদস্য। এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বে থাকবেন কাউন্টার টেররিজম বিভাগের একজন সহকারী কমিশনার। সিএমপি'র মনসুরাবাদ পুলিশ লাইনে ডগ স্কোয়াড এর রক্ষণাবেক্ষণের জন্য ১০টি ক্যানেল সমৃদ্ধ একটি আধুনিক দ্বিতল ভবন নির্মান করা হয়। যেখানে রয়েছে ডগের পরিচর্যা কেন্দ্র, গ্রুমিং স্পেস, রান্না ঘর, গোসলের ব্যবস্থা, নিয়মিত প্রশিক্ষণের জন্য উন্মুক্ত মাঠ ও বিশেষায়িত প্রশিক্ষণ কাঠামো। উক্ত ভবনে সার্বক্ষণিক সিসি টিভি মনিটরিং ব্যবস্থা রয়েছে। অত্র ডগ স্কোয়াড ক্যানাইন পরিচালনার জন্য বর্তমানে ২৭ জন জনবল রয়েছে। যারা নেদারল্যান্ড এবং ডিএমপি, ঢাকা থেকে প্রশিক্ষণ গ্রহন করেছে। প্রশিক্ষিত কুকুরগুলো নেদারল্যান্ডস থেকে আনা হয়েছিল। এগুলো এত দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুক্ত ছিল। গত ২০ ডিসেম্বর ৯টি ককুর সিএমপিতে পাঠানো হয়েছে। এর মধ্যে চারটি বিস্ফোরক ও পাঁচটি মাদক শনাক্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।’

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার লিয়াকত আলী বলেন, নারকোটিকস ও বিস্ফোরক সহজেই শনাক্ত করে দিতে পারবে কুকুরগুলো। মাদক ও বিস্ফোরক শনাক্তে বিশেষভাবে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ৯টি কুকুর নিয়ে সিএমপি’র ডগ স্কোয়াড গঠিত। সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অধীনে এই স্কোয়াড থাকবে। বোম ডিসপোজাল ইউনিট সোয়াতের মতো কে-নাইন ইউনিট কাজ করবে। ডগ স্কোয়াড যুক্ত হওয়াতে মাদক নির্মূল ও বিস্ফোরকের বিরুদ্ধে অ্যাকশন আরো গতিশীল হবে।

উল্লেখ্য, ২০১৮ সাল হতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন হওয়ার পর থেকে সোয়াট, বিডিইউ, সাইবার টিম, ইন্টেলিজেন্স টিম অত্র মহানগরের জঙ্গী, বিষ্ফোরক নিষ্ক্রিয়করন, সাইবার ও ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে চলেছে।