ন্যাভিগেশন মেনু

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ৭ ঝুটের গুদাম ও ৩ বসতঘর পুড়ে ছাই


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ৭টি ঝুটের গুদাম ও ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লার ৭টি ইউনিটের কর্মীরা ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে শনিবার সকাল সাড়ে ৭টায় পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ মালিকরা আগুনে কোটি টাকা ক্ষতি দাবি করেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, আকস্মিকভাবে জালকুড়ির পশ্চিমপাড়ার একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন প্রথমে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আগুনে ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ নগরীর মন্ডলপাড়ার ৪টি, হাজীগঞ্জের ২টি ও ফতুল্লার ১টিসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে ৬ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে মোঃ আলমগীর হোসেনের মালিকাধীন আলমগীর এন্টারপ্রাইজ, মোঃ কবির হোসেনের আরাফাত এন্টারপ্রাইজ, মফিজুল ইসলামের সুমাইয়া এন্টারপ্রাইজ, মজিবুর রহমানের মা-বাবা দোয়া এন্টাপ্রাইজ, জাহাঙ্গীর আলমে মীম ফেব্ররিক্স, মুক্তার হোসেনের মুক্তার এন্টারপ্রাইজ ও কাশেম মির্জার সুর্বনা ট্রেডার্স নামের ৭টি ঝুটের গোডাউনে পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনে ৭টি গোডাউন ও তিনটি বসতঘর পুড়ে গেছে। তিন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সিবি/এডিবি