ন্যাভিগেশন মেনু

সিদ্ধিরগঞ্জে টিকটক হৃদয় গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্র টিকটক হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলো - মো. রুবেল সরকার (৩২) ও তার স্ত্রী মোছা. সোনিয়া (২৫)।

শনিবার (৫ জুন) রাত ৮ টায় র‍্যাব-১১-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৪ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুণীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। এ চক্রের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতো। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদেরকে কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেলের বাহিরে যেতে দেওয়া হতো না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক অবস্থায় তরুণীরা এ সকল আসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হতো।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই দুইজনের রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়ের সাথে সরাসরি যোগাযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএইচএস/এসএ/এডিবি/