ন্যাভিগেশন মেনু

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীনের সন্তানকে হাসপাতালে নিলেন ইউএনও


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেছেন শাবনূর নামে এক মানসিক ভারসাম্যহীন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার শিমরাইল মোড়ের একটি বাস কাউন্টারের সামনে সন্তান প্রসব করেন তিনি।

এ  নিয়ে বৃহস্পতিবার দুপুরে আজকের বাংলাদেশ পোস্টে একটি  প্রতিবেদন প্রকাশ হয়। মূহুর্তেই সংবাদটি ভাইরাল হয়ে যায়। সংবাদটি চোখে পড়ার পর নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বৃহস্পতিবার রাত ৮টায় ছুটে আসেন সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার সুইপার কলোনিতে। পরে প্রসুতি ও তার সন্তানকে তত্ববধানে রাখা নাসিমাকে অর্থ সহায়তা দেন।

এ বিষয়ে ইউএনও নাহিদা বারিক বলেন, এখানে শিশুটির নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এজন্য শিশুটির সার্বিক নিরাপত্তা ও সুস্থতার জন্য হাসপাতালে নেওয়া হবে।

এদিকে শিশুটির লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বিকেল  ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শিমরাইল মোড়ে সুইপার কলোনিতে অবস্থান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো: ইমতিয়াজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব সভাপতি হোসেন চিশতী সিপলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম. এ. শাহীন, সদস্য এস কে শাওন  ও রাশেদুল ইসলাম রাজু।

এমএইচএস/ ওয়াই এ/এডিবি