একত্রিশ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে গণ-মহাভবনে সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রংকে গণপ্রজাতন্ত্রী চীন ‘মৈত্রী পদক’ প্রদান করেছেন।
সি চিন পিং বলেন, নগুয়েন ফু ট্রং চীনের কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ ও আন্তরিক বন্ধু। তাঁর নেতৃত্বে চীন ও ভিয়েতনামের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও মজবুত, রাজনৈতিক আস্থা আরও জোরদার, এবং বাস্তব ভিত্তিক সহযোগিতার টেকসই সম্প্রসারণ হয়েছে।
তিনি বলেন, নগুয়েন ফু ট্রংকে মৈত্রী পদক প্রদান ভিয়েতনামের জনগণ, সিপিসি এবং চীনা জনগণের মধ্যকার মৈত্রীর প্রতিফলন। এতে দুই’পার্টি এবং দু’দেশের জনগণের যৌথভাবে সুন্দর ভবিষ্যৎ গঠন করার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে।
সি চিন পিং বলেন, চীন ও ভিয়েতনাম ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো অংশীদার। দু’দেশ যৌথভাবে মানবজাতির শান্তি ও অগ্রগতির কাজ অভিন্ন ভাগ্যের কমিউনিটি। দু’দেশের সমাজতন্ত্রের আধুনিকায়ন ত্বরান্বিত করার যাত্রায় সিপিসি নগুয়েন ফু ট্রং-কেন্দ্রিক ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও বড় উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক।
জবাবে নগুয়েন ফু ট্রং বলেন, তাঁকে মৈত্রী পদক প্রদানে সি চিন পিং’র নিকট তিনি কৃতজ্ঞ। তিনি ভিয়েতনামের জনগণের সঙ্গে অব্যাহতভাবে সমাজতন্ত্রের পথে অবিচল থাকবেন, ভিয়েতনাম-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্প্রসারণ করবেন, এবং দুই দেশের উন্নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করবেন। ভিয়েতনাম-চীন মৈত্রীর দীর্ঘায়ু কামনা করেন তিনি। - সূত্র: সিএমজি