ন্যাভিগেশন মেনু

সিপিসি’র বিশতম জাতীয় কংগ্রেস শুরু


রোববার সকাল ১০টায় বেইজিংয়ের গণমহাভবনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম জাতীয় কংগ্রেস শুরু হয়েছে। দুই হাজার ৩০০ জনেরও বেশি প্রতিনিধি ও বিশেষ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। কংগ্রেস চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অধিবেশনে  সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং সিপিসি’র উনবিংশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রসের পর ১০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ১০ বছরে চীনা কমিউনিস্ট পার্টি ও চীনা জনগণের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক ও সুগভীর একাধিক তাত্পর্যপূর্ণ ঘটনা ঘটেছে। এ সময় চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শততম বার্ষিকী পালিত হয়েছে, চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ  করেছে, এবং দারিদ্র্যবিমোচনের মাধ্যমে মধ্যম মানের সচ্ছল সমাজ গড়ে তোলার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ সব সাফল্য সিপিসি ও চীনা জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফল, যা চীনা জাতির উন্নয়নের ইতিহাসে সোনার অক্ষরে লিপিবদ্ধ থাকবে।

এবারের জাতীয় কংগ্রেসে সিপিসি’র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন, কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশনের কর্মপ্রতিবেদন, আর সিপিসি’র সংশোধিত প্রবিধান পর্যালোচনা করা হবে এবং নতুন পর্যায়ের সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশন নির্বাচন করা হবে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত টানা ৭৩ বছর ধরে ক্ষমতাসীন পার্টি হিসেবে দায়িত্ব পালন করে আসছে সিপিসি। সিপিসি’র জাতীয় কংগ্রস প্রতি ৫ বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়। -সূত্র: সিএমজি