ন্যাভিগেশন মেনু

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু


সিরাজগঞ্জের মহাসড়কে পৃথক দূর্ঘটনায়  আজাদ হোসেন (১৮) ও রাবেয়া খাতুন (৬১) নামের দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে এই দূর্ঘটনা দুটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকী ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

সকালে জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ও বনপাড়া-হাটিকুনরুল মহাসড়কের হড়িনচড়া এলাকায় দূরপাল্লা বাসের চাপায় ষাটোর্ধ একজন নারীর মৃত্যু হয়েছে।

নিহত ট্রাকের হেলপার আজাদ হোসেন (১৮) উল্লাপাড়া উপজেলার দোবিরগঞ্জ গ্রামের ফজল হোসেনের ছেলে।  অন্যদিকে নিহত রাবেয়া খাতুন (৬১) গুরুদাসপুর উপজেলার সোবাহান প্রামানিকের স্ত্রী।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন  আজকের বাংলাদেশ পোস্টকে জানান, সকালে সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। রাস্তার কাজে ব্যাবহৃত একটি ট্রাক মিক্সার মেশিন নিয়ে যাবার সময় আরেকটি ট্রাককে ধাক্কা দিলে সামনের ট্রাকের সবাই ছিটকে পড়েন।

এদিকে জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হড়িনচড়া এলাকায় বাস চাপায় ষাটোর্ধ ওই নারীর মৃত্যু হয়।

সিবি/ওআ