ন্যাভিগেশন মেনু

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড


সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড।

প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় সিরিজের শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে ‘অঘোষিত ফাইনালে’। সোমবার (২৯ মার্চ) পুনেতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

শেষ ম্যাচের বিষয়ে রয় জানান, ‘মরগানকে ছাড়া খেলতে নামতে হয়েছে আমাদের। সে দারুণ এক ব্যাটসম্যান, দুর্দান্ত অধিনায়ক। তবে আমরা জানতাম, সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোন উপায় আমাদের নেই। এই জয়ের পুরো কৃতিত্ব স্টোকস ও বেয়ারস্টোর। বড় রান তাড়া করে ম্যাচ জিততে পারায় আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। তৃতীয় ম্যাচে আমরা ভালো করতে পারবো, এই প্রত্যাশাই করি। ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরতে চাই।’

ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্থ বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। সিরিজের শুরুটা ভালো হলেও, দ্বিতীয় ম্যাচে বোলারদের বাজে পারফরমেন্স আমাদেরকে ব্যাকফুটে ঠেলে দেয়। তবে এখনো সিরিজ জয়ের সুযোগ থাকছে। আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৬৬ রানে জয় পায়। দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় পায় ইংল্যান্ড।

এমআইআর/ওআ