ন্যাভিগেশন মেনু

সীমিত পরিসরে খুলেছে বঙ্গবন্ধুর সমাধিসৌধ


দেশজুড়ে করোনার বিস্তার রোধে সরকারি সিদ্ধান্তে সাত সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার (২২ এপ্রিল) থেকে সীমিত পরিসরে খুলেছে টুঙ্গিপাড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২২ মে) থেকে সীমিত পরিসরে জাতির পিতার সমাধি সৌধ খুলে দেওয়া হলেও পর্যটক ও স্থানীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে। শুধু মাত্র গুরুত্বপূর্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানরা সমাধিতে প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে করোনা পরিস্থিতি বিবেচনায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে। 

তবে, করোনার প্রকোপ কমলেই স্থানীয় ও পর্যটকদের সমাধিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ১ এপ্রিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন।

এডিবি/