ন্যাভিগেশন মেনু

হাইতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা খাদ্য সংকটে


হাইতিতে ভূমিকম্পের পর খাদ্য সংকটে পড়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলের লোকজন। সেখানে খাদ্য সহায়তা দেরিতে পৌঁছানোর কারণে হতাশ দেশটির জনগণ।

শুক্রবার (২০ আগস্ট) থেকেই জনগণ তাদের হতাশা ব্যক্ত করতে শুরু করেন এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে, সহায়তা ট্রাকগুলিতে হামলা চালাতে দেখা যায়।

গত সপ্তাহের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য-সহায়তা না পৌঁছানোর কারণে উত্তেজনা দেখা দেয়। ভূমিকম্পে ক্যারিবীয় দরিদ্র দেশটিতে দুই হাজারের অধিক মানুষের মৃত্যু হয়।

গত ১৪ আগস্ট ৭.২ মাত্রার ভূমিকম্পে বহু মানুষের ঘরবাড়ি ধ্বংস ও জীবিকা ব্যাহত হয়েছে। তারা এখনো জানেন না, কি করে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরবেন। এরইমধ্যে খাদ্য সহায়তায় বিলম্বের কারণে হতাশ হাইতির জনগণ।

শনিবার (২১ আগস্ট) সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লে কায়েস-এর বিমানবন্দর সংলগ্ন একটি চার্চের কাছে হতাশাগ্রস্ত বিক্ষুদ্ধ জনতা সহায়তা কর্মীদের কাজে বাধা দেয়।

হাইতিতে নিযুক্ত জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান, পিয়ের হনরা বলেন, ‘আমরা এখানকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, এই পরিস্থিতি ঝুঁকিপূর্ণ জনগণের কাছে জরুরি সহায়তা পৌঁছাতে বিঘ্ন সৃষ্টি হতে পারে।’

সিবি/এডিবি/