ন্যাভিগেশন মেনু

হাতিয়ায় কার্গো জাহাজ ডুবি: মাস্টার-ক্রুসহ ১৪ জনকে জীবিত উদ্ধার


নোয়াখালীর হাতিয়ায় মেঘনা-বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজ বানু আক্তার-১ এর মাস্টার-ক্রুসহ ১৪ জনকে স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করেছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে হাতিয়ার ভাসান চর এলাকার বঙ্গোপসাগর থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত মাস্টার-ক্রুসহ ১৪ জনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। তারা সবাই গত শনিবার বঙ্গোপসাগরের মোহনায় ডুবে যাওয়া মালবাহী কার্গো জাহাজ বানু আক্তার-১’র মাস্টার ও ক্রু।

পরে স্থানীয় জেলেরা তাদেরকে উদ্ধার করে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী বাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে চিনি ও গম বোঝাই ২ জাহাজ ডুবে যায়। শনিবার বঙ্গোপসাগরের ভাসানচরের কাছে প্রায় ২ হাজার টন অপরিশোধিত চিনি বোঝাই একটি এবং হাতিয়া চ্যানেলের কাছে সমপরিমাণ গম বোঝাই অপর একটি লাইটার জাহাজ ডুবে যায়। 

ডুবে যাওয়া দুই জাহাজের একটির নাম এমভি সিটি-১৪ এবং অন্যটির নাম এমভি আকতার বানু। এর মধ্যে এমভি সিটি-১৪ জাহাজের ১২ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর জাহাজের ১৪ নাবিক নিখোঁজ ছিলেন।

এডিবি/