ন্যাভিগেশন মেনু

হারের কারণ বললেন মাহমুদুল্লাহ


বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ তে ২৮ রানে হার বাংলাদেশের। এরফলে এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হলো টাইগারদের।

দুই দফায় বৃষ্টির হানায় ব্ল্যাকক্যাপদের ইনিংস ১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান থাকতেই শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ডি/এল মেথডে বাংলাদেশের সামনে প্রথমে ১৬ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১৭১ রান।

১৭১ রানের লক্ষ্যের জবাবে বাংলাদেশ ১৬ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে ২৮ রানে হারে বাংলাদেশ।

এ ম্যাচে হারের পেছনে ডিএলএসকে কিছুটা দায়ী করলেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিলো। ডিএলএস পাল্টাতে লাগলো। প্রথম ১০ ওভার আমরা ট্র্যাকে ছিলাম। তবে শেষটা যথেষ্ট ভালো করতে পারিনি। আমি মনেকরি, নাঈম ও সৌম্য আমাদের মোমেন্টাম এনে দিয়েছিলেন। তবে ফিলিফস ও সোধি অত্যন্ত ভাল করেছে এবং আমরা তাদের ওভার ব্যবহার করতে পারিনি। আমরা যদি ওই সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, তবে জিততে পারতাম।’

অধিনায়ক বলেন, ‘তাসকিন চমৎকার এক ক্যাচ নিয়েছে এবং এটা আমাদের প্রচুর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিলো। তবে এখন গুরুত্বপূর্ণ হলো টি-টোয়েন্টি ফরম্যাট ভালোভাবে শেষ করা। আমাদের টপঅর্ডার ব্যাটসম্যান খুব ভাল করেছে। আশাকরি, পরের ম্যাচে তা পজিটিভভাবে নিতে পারবো।’

এমআইআর/এডিবি