ন্যাভিগেশন মেনু

য়্যুভেন্তাস ছেড়ে ম্যানইউতে রোনালদো


য়্যুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এটি রোনালদোর সাবেক ক্লাব, শেষ পর্যন্ত স্মৃতি বিজড়িত এই ক্লাবেই ফিরলেন তারকা।

এক টুইটে শনিবার (২৮ আগস্ট) ঘরের ছেলে ঘরে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড। রোনালদোকে ২ বছরের জন্য ওল্ড ট্র্যাফোর্ডে নিতে চাচ্ছে ম্যানইউ। রোনালদোর জন্য য়্যুভেন্তাসকে প্রাথমিকভাবে ২ কোটি ইউরোর পাশাপাশি কিছু শর্ত পূরণসাপেক্ষে আরও ৩০ লাখ ইউরো দেবে ম্যান ইউনাইটেড।

রোনালদোর তারকা হয়ে ওঠার শুরু ইউনাইটেডেই। সেই ‘ঘরে’ই ফিরলেন রোনালদো।

২০০৩ সালে স্পোর্তিং লিসবন ছেড়ে রোনালদো ম্যান ইউনাইটেডে গিয়েছিলেন। ২০০৯ সালে ম্যান ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি।

সপ্তাহ প্রতি রোনালদোর বেতন ধরা হয়েছে প্রায় ৪ লাখ ৮০ হাজার পাউন্ড। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৫ কোটি টাকারও বেশি।

ইতিমধ্যে সতীর্থদের বিদায় জানিয়ে য়্যুভেন্তাস ছেড়েছেন রোনালদো। দলটির কোচও জানিয়ে দিয়েছেন; রোনালদোর য়্যুভেন্তাস যুগ শেষ হয়ে গেছে। ওল্ড লেডিদের হয়ে তিন মৌসুম খেলেছেন রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে লিখেছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে, ব্যক্তিগত চুক্তি, ভিসা ও স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে শেষ করার শর্তসাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য আমাদের ক্লাব য়্যুভেন্তাসের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।’

টুইটারে ঘোষণাটা দিয়ে ক্লাবের অফিশিয়াল অ্যাকাউন্টে লেখা, ‘ঘরে স্বাগতম, ক্রিস্টিয়ানো।’

২০১৮ সালে বের্নাবেউ ছেড়ে য়্যুভেন্তাসে যোগ দেন রোনালদো। ইতালির দলটিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই আবার ফিরলেন পুরোনো ঠিকানায়। সব মিলিয়ে ক্যারিয়ারে মোট ৩০টি শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে সব মিলিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পাঁচবার, চারবার জিতেছেন ক্লাব বিশ্বকাপ, লিগ শিরোপা সাতটি। দেশের হয়ে জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

এমআইআর/এডিবি/