ন্যাভিগেশন মেনু

১০টি সোনার বারসহ পাচারকারী আটক


বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১০ পিচ সোনার বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির অধিধনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত পথে  বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল  সাদিপুর সীমান্তে অভিযান  চালিয়ে জিহাদ আলী নামে এক চোরাকারবারীকে আটক করে।

পরে তার দেহ তল্লাশী করে  ১০ টি সোনার বার ( ১ কেজি ১৬৬ গ্রাম) পাওয়া যায়। যার মূল্য ৭০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।

আটক জিহাদ আলী বেনাপোলের সাদিপুর গ্রামের তাহাজ্জদ আলীর ছেলে।

জিহাদ জানায়, সে দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান কারবারে নিয়োজিত।

জিহাদকে জিঞ্জাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করা হয়েছে ।

ওয়াই / এস এস